করোনা টিকা নিয়েও আক্রান্ত হতে পারেন ওমিক্রনে, দেখে নিন ওমিক্রনের উপসর্গ

দেশে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন। করোনা রুখতে ইতিমধ্যেই শুরু হয়েছে কড়াকড়ি। করোনা টিকা নিয়েও আক্রান্ত হতে পারেন ওমিক্রনে। করোনার এই নতুন স্ট্রেনের রয়েছে বেশ কিছু উপসর্গ। 
 

/ Updated: Jan 05 2022, 02:04 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেশে আতঙ্ক ছড়াচ্ছে ওমিক্রন। করোনা রুখতে ইতিমধ্যেই শুরু হয়েছে কড়াকড়ি। করোনা টিকা নিয়েও আক্রান্ত হতে পারেন ওমিক্রনে। করোনার এই নতুন স্ট্রেনের রয়েছে বেশ কিছু উপসর্গ। ওমিক্রনের উপসর্গ দেখলে টেস্ট করিয়ে নেওয়াই ভালো, যাতে বুঝতে পারবেন আপনি আক্রান্ত কী না। করোনার মতোই ওমিক্রনে আক্রান্ত হলে অল্প জ্বরের সম্ভাবনা আছে। সেই সঙ্গেই গলা খুশখুশ করতে পারে। জ্বর ছাড়াও সর্দি, হাঁচির মতো সমস্যা দেখা দিতে পারে। পেশীতে ব্যথাও এবং মাথা ব্যাথার সমস্যা হতে পারে। সাধারণ ঠান্ডা লাগাতে গলা ব্যথা হয়েই থাকে, তবে গলা ব্যাথা ওমিক্রনের একটি উপসর্গ। এছাড়াও ক্লান্তি অনুভব হতে পারে বা নাক থেকে জল পড়ার মতো সমস্যাও হতে পারে। তবে সাধারণ সর্দি কাশিতেও এই সব সমস্যাই দেখা যায় তাই এই ধরনের সমস্যা হলে করোনা পরীক্ষা করিয়ে নেওয়াই ভালো।