করোনা যুদ্ধের সামগ্রী নিয়ে ভারতে এল আইএনএস ঐরাবত

  • করোনার সঙ্গে এখন একরকম লড়াই চলছে ভারতের
  • এই যুদ্ধেরই সামগ্রী সিঙ্গাপুর থেকে এসে গেল ভারতে
  • সোমবার সকালে বিশাখাপত্তনমে এসে পৌঁছয় জাহাজটি
  • এতে ৮ টি অক্সিজেন ট্যাঙ্ক সহ আরও নানান সামগ্রী রয়েছে 
  • রয়েছে অক্সিজেন সিলিন্ডার থেকে করোনা পরীক্ষার কিটও
     

/ Updated: May 12 2021, 02:05 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 করোনা ভাইরাসের দ্বিতীয় তরঙ্গের প্রভাবে ভয়াবহ পরিস্থিতি এখন ভারতে। করোনা পরিস্থিতি মোকাবিলায় একের পর এক পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার। করোনার সঙ্গে এখন একরকম লড়াই চলছে ভারতের। এই যুদ্ধেরই সামগ্রী সিঙ্গাপুর থেকে এসে গেল ভারতে। সোমবার সকালে বিশাখাপত্তনমে এসে পৌঁছয় জাহাজটি। ভারতীয় হাই কমিশন সূত্রে জানা গিয়েছে, এই যুদ্ধ জাহাজটি গত ৫ মে রওনা দেয় সিঙ্গাপুর থেকে। এতে ৮ টি অক্সিজেন ট্যাঙ্ক সহ আরও নানান সামগ্রী রয়েছে। রয়েছে ৩৮৯৮ টি অক্সিজেন সিলিন্ডার থেকে করোনা পরীক্ষার কিটও।