Asianet News BanglaAsianet News Bangla

টিকা নিতে গিয়ে ভয়ে কাঁদো কাঁদো এক মহিলা, ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হল নেট দুনিয়ায়

  • দেশ জুড়ে চলছে করোনার টিকাকরণ
  • সেই টিকা নিতে গিয়েই ভয়ে কাঁদো কাঁদো এক মহিলা
  • তাঁর ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল নেট দুনিয়ায়
Jun 26, 2021, 4:16 PM IST

করোনা যেন পিছুই ছাড়ছে না। দেশের মানুষ এখন করোনা নিয়ে রীতিমত আতঙ্কিত। তবে করোনা থেকে বাঁচতে দেশজুড়ে চলেছে এখন টিকাকরণ। এই টিকাকরণ নিয়ে একাধিক মজার মজার ভিডিও উঠে আসছে সামনে। কিছুদিন আগে এক যুবতীকে টিকা নিতে গিয়ে মা-মা করে চিরকার করতে দেখা গিয়েছিল সেই ভিডিও রীতিমত ঝড় তুলেছিল নেট দুনিয়ায়। এবার আরও এক তেমনই ভিডিও এলো প্রকাশ্যে। এবার তবে এক মহিলা। টিকা নিতে গিয়ে ভয়ে কাঁদো কাঁদো সেই মহিলা। তাঁর ভিডিও প্রকাশ্যে আসতেই ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।