Canning covid situation: ক্যানিংয়ে করোনা আতঙ্ক, ৩ দিনে করোনা আক্রান্ত ৮ চিকিৎসক

আতঙ্ক ছড়াচ্ছে করোনা। একের পর এক চিকিৎসক আক্রান্ত হচ্ছেন করোনায়। এমনই ছবি দেখা গেল ক্যানিং মহকুমা হাসপাতালে। তিন দিনে সেখানে করোনা আক্রান্ত ৮ জন চিকিৎসক।
 

/ Updated: Jan 05 2022, 04:21 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মাত্র ৩দিনেই ক্যানিং মহকুমা হাসপাতালের ৮ জন চিকিৎসক করোনা আক্রান্ত। এছাড়াও বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে গত তিনদিনে ক্যানিং মহকুমা হাসপাতালের ১৬ জন করোনা আক্রান্ত। এইভাবে চলতে থাকলে অচিরেই ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিষেবা ভেঙে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা। মহকুমা হাসপাতালের পাশাপাশি বাসন্তী ব্লক হাসপাতালেও একজন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন সম্প্রতি। সূত্রের খবর, ইতিমধ্যেই স্ত্রীরোগ বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিসেশজ্ঞ, রেডিওলোজিস্ট, চোখ, কান, গলার বিশেষজ্ঞ চিকিৎসকরা করোনা আক্রান্ত হয়েছেন। ফলে হাসপাতালের সাধারণ পরিষেবা দিতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে কতৃপক্ষকে। অন্যদিকে ক্যানিং মহকুমা জুড়ে লাগাতার করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় ইতিমধ্যেই ঝোরোর মোড় এলাকায় ৫০ শয্যার একটি সেফ হোম চালু করা হয়েছে। মঙ্গলবার সেই সেফ হোম পরিদর্শনে যান মহকুমা শাসক আজহার জিয়া সহ প্রশাসনের আধিকারিকরা। সংক্রমণ আরো বাড়লে প্রতিটি ব্লকেই সেফ হোম চালুর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক পরিমল ডাকুয়া।