সরকারি হাসপাতাল থেকে উধাও করোনা রোগী

  • সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ করোনা রোগী
  • হাওড়ার বাল্টিকুড়ি ইএসআই হাসপাতালের ঘটনা
  • প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে
  • রোগীর নাম বাসিন্দা স্বপন ঘোষ
  • হাওড়া সদর হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান তিনি

/ Updated: Apr 24 2021, 06:59 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ কোভিড আক্রান্ত রোগী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বাল্টিকুড়ি ইএসআই হাসপাতালের বিরুদ্ধে। নিখোঁজ রোগীকে খুঁজে বেড়াচ্ছন রোগীর পরিবারের সদস্যরা। এখন প্রশ্ন উঠছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। রোগীর আত্মীয় সূত্রের খবর, বাজেশিবপুরের বাসিন্দা স্বপন ঘোষ (৭২) শারীরিক অসুস্থতার কারণে গত ২০ এপ্রিল হাওড়া সদর হাসপাতালে ভর্তি হন। পরে কোভিড রিপোর্ট পজেটিভ আসায় তাঁকে বাল্টিকুড়ির এইইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখান থেকে রোগীর আত্মীয়দের বলা হয় রোগীর সম্বন্ধে দু'একদিন পরে খোঁজ খবর নেওয়ার জন্য। তার মাঝখানে বিশেষ প্রয়োজন হলে হাসপাতাল থেকেই পরিবারের সদস্যদের যোগাযোগ করা হবে। সেইমতো ২৩ শে এপ্রিল রাত্রে রোগী সম্পর্কে হাসপাতলে ফোন করে জানতে চাইলে পরিবারের সদস্যকে বলা হয়, ২২ তারিখে রোগী হাসপাতাল ছেড়ে চলে গিয়েছেন। তাঁরা যেন পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের সদস্যরা সেই রাতেই বাঁকড়া ফাঁড়িতে যোগাযোগ করেন। সেখানে গিয়ে জানতে পারেন তাঁরা ফাঁড়িতে পৌঁছানোর প্রায় মিনিট দশেক আগে হাসপাতাল থেকে এই খবর পুলিশের কাছে লিপিবদ্ধ করানো হয়েছে। যদিও হাসপাতাল থেকে বলা হয়েছিল ২২ তারিখে নিখোঁজ হয়েছেন স্বপন ঘোষ। এ বিষয়ে হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানিয়েছেন বিষয়টি তাঁর অজানা, বিষয়টি তিনি জেনে তারপরে প্রয়োজন হলে তদন্ত করে দেখবেন।