করোনা রুখতে জলপাইগুড়িতে আংশিক লকডাউন, বন্ধ থাকবে সমস্ত দোকান-বাজার

করোনা রুখতে জলপাইগুড়িতে আংশিক লকডাউন। চলতি মাসে চারদিন জলপাইগুড়িতে বন্ধ থাকবে বাজার। এছাড়াও সেখানে বন্ধ থাকবে টোটো চলাচলও। জরুরি পরিষেবা ছাড়া বন্ধ থাকবে সমস্ত কিছু। ১৯, ২২, ৩০ ও ৩১ জানুয়ারি বন্ধ থাকবে দোকান-বাজার।

/ Updated: Jan 17 2022, 09:51 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

জলপাইগুড়ি শহরে করোনার বাড় বাড়ন্ত রুখতে আংশিক লকডাউন হতে চলছে। চলতি মাসে ১৯, ২২, ৩০ ও ৩১ জানুয়ারি জলপাইগুড়ি শহরের প্রত্যেক বাজারঘাট এছাড়াও টোটো বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ছাড়া কোনও ব্যবসায়ী সংস্থা খোলা থাকবে না। এই কদিন সমস্ত ওষুধের দোকান খোলা থাকবে। সোমবার জলপাইগুড়ি জেলা প্রশাসনের উপস্থিতিতে পুর কর্তৃপক্ষ, বাজার কমিটি, টোটো সংগঠন এছাড়া বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক সুদীপ পাল, পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন প্রশাসন বোর্ডের সদস্যরা। সদর মহকুমাশাসক সুদীপ পাল বলেন,  জেলা প্রশাসনের নির্দেশে পুরসভা বৈঠক করে করোনা সংক্রমণ রুখতে বাজার বন্ধ রাখতে হবে। সাধারণ মানুষের কথা ভেবেই এবং করোনা সংক্রমণ রুখতেই তাঁদের এই সিদ্ধান্ত।