লুপ্তপ্রায় বিরহোড় সম্প্রদায়ের মানুষ পেল করোনা টিকা

  • করোনা কালে জেলায় জেলায় চলছে টিকাকরণ
  • এবার সেই করোনা টিকা পেল লুপ্তপ্রায় বিরহোড় সম্প্রদায়ের মানুষরা
  • ১৮ উর্ধ্ব মোট ১৩ জনকে দেওয়া হয়েছে টিকা
  • পুরুলিয়ার বলরামপুরে তাঁদের টিকাকরণের জন্য নিয়ে যাওয়া হয়

/ Updated: Jun 04 2021, 09:06 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা কালে জেলায় জেলায় চলছে টিকাকরণ। এবার সেই করোনা টিকা পেল লুপ্তপ্রায় বিরহোড় সম্প্রদায়ের মানুষরা। শুক্রবার ১৮ উর্ধ্ব মোট ১৩ জনকে দেওয়া হয়েছে টিকা। পুরুলিয়ার বলরামপুর ব্লকের বেড়শা গ্রামে বসবাস কারী এই লুপ্ত প্রায় জনজাতীর মানুষদের করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য উদ্যেগ নেয় একটি সেচ্ছাসেবী সংস্থা। বেড়শা থেকে তাদের গাড়িতে করে বলরামপুর কৃষক বাজারের ভ্যাকসিন সেন্টার এ নিয়ে যাওয়া হয়, তারপর তাদের নাম রেজিষ্ট্রেশন করে ভ্যাকসিন দেয় স্বাস্থ্য দপ্তরে। তাঁদের এই উদ্যোগে খুশি সেখানকার মানুষ।