করোনার কথা ভেবে স্যানিটাইজেশন কর্মসূচি পালনে বামপন্থীরা

  • রাজ্যে করোনা ক্রমশ বৃ্দ্ধি পাচ্ছে
  • বাড়ছে মৃত্যুর হারও
  • সেই কথা ভেবেই নয়া উদ্যোগ বামপন্থীদের
  • সোমবার পালন হল স্যানিটাইজেশন কর্মীসূচি  

Share this Video

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃ্দ্ধি পাচ্ছে। সেই সঙ্গেই বাড়ছে মৃত্যুর হারও। সেই কথা ভেবেই নয়া উদ্যোগ বামপন্থীদের। সোমবার পালন হল স্যানিটাইজেশন কর্মীসূচি। বামপন্থীরাই এই বিশেষ আয়োজন করেন। সকাল থেকেই স্যানিটাইজেশনের কাজ চলে রায়পাড়ায়। সেই সঙ্গেই চলতে থাকে মাইকিংও। বাড়ি বাড়ি গিয়ে মানুষকে সতর্ক বার্তা দেন তারা। মুখে মাক্স ব্যবহার এবং হাত ধোয়া, বাইরের খাবার না খাওয়া এবং জনসমাগম এড়িয়ে চলা প্রভৃতি বিষয়ে সচেতন করেন তারা বাড়ি বাড়ি গিয়ে।

Related Video