Asianet News BanglaAsianet News Bangla

মানুষ রূপে এ যেন এক দেবদূত, জ্বরে আক্রান্ত প্রতিবেশী পরিবারের পাশে রনি

  • করোনা আবহে বার বার উঠে আসছে মৃত্যুর ঘটনা
  • করোনা আক্রান্ত মানুষের অসহায়তার ছবিও ধরা পড়ছে
  • তেমনই এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রনি
  • পর্ণশ্রী -র বাসিন্দা রনি দাস
     
Apr 28, 2021, 6:56 PM IST

করোনা আবহে বার বার উঠে আসছে মৃত্যুর ঘটনা। করোনা আক্রান্ত মানুষের অসহায়তার ছবিও ধরা পড়ছে। তেমনই এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন রনি। পর্ণশ্রী -র বাসন্দা রনি দাস তাঁরই প্রতিবেশী রতিন আচার্য। তাঁর পরিবারের তিন জন সদস্যই জ্বরে ভুগছিলেন। অথচ করোনা টেস্টের রিপোর্ট তখনও আসেনি। আচমকাই শ্বাসসষ্ট শুরু হয় রতীন আচার্য -র মায়ের। করোনা রিপোর্ট না আসায় হাসপাতালেও ভর্তি নিচ্ছিল না । এমনই সময় তাঁদের পরিবারের পাশে দাঁড়ান রনি দাস। অনেকক্ষণের চেষ্টার পর তাদের ভর্তি করেন হাসপাতালে।
 

Video Top Stories