Sonarpur sanitization: ২ বিধায়কদের উপস্থিতিতে সোনারপুরে বাজারে স্যানিটাইজেশন

করোনা রুখতে রাজ্যে শুরু হয়েছে কড়াকড়ি। করোনায় লাগাম টানতে সোনারপুর-রাজপুরে বন্ধ বাজার। ৪দিনের জন্য সেখানে বন্ধ রয়েছে বাজার। শুক্রবার বাজার বন্ধর দ্বিতীয় দিনে চলল স্যানিটাইজেশন।
 

/ Updated: Jan 07 2022, 11:54 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোনারপুর জুড়েই বাড়ছে কোভিড সংক্রমণ। সেখানে বর্তমানে সক্রিয় কোভিড আক্রান্তের সংখ্যা তিনশো ছাড়িয়েছে। সোনারপুর জুড়েই কোভিড সংক্রমণ আটকাতে সমস্ত দোকানপাট, বাজার চারদিন বন্ধ রাখা হয়েছে। এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তায় নামলেন বিধায়করাও। সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম ও সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক লাভলি মৈত্রকে বিভিন্ন বাজার এলাকায় স্যানিটাইজেশন পরিদর্শন করতে দেখা গেল শুক্রবার সকালে। শুধু তাই নয় যারা মাস্ক পরেননি তাদেরকেও মাস্ক বিলি করলেন তাঁরা। সরকারি এই সিদ্ধান্তের ফলে কোভিডের এই উর্ধ্বমুখী গ্রাফকে অনেকটাই আটকানো যাবে বলে জানালেন রাজপুর সোনারপুর পুরসভার প্রশাসক মণ্ডলীর প্রধান, চিকিৎসক ড. পল্লব দাস। বাজার বন্ধের দ্বিতীয় দিনেও যথেষ্ট সক্রিয় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। আগামী সোম ও মঙ্গলবার ফের বাজার বন্ধ থাকবে রাজপুর সোনারপুর পুরসভা এলাকায়।