North 24 Parganas News Today: ফুটবল খেলার সময় এ কী ঘটে গেল! শোকের ছায়া মধ্যমগ্রামে

খাল থেকে ফুটবল তুলতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানা এলাকার দিয়ারা গ্রামে। মৃত যুবকের বয়স ২০। মধ্যমগ্রাম থানা এলাকার দিয়ারা গ্রামে বিকেলে খেলার মাঠে ফুটবল খেলছিল একদল যুবক।

Share this Video

খাল থেকে ফুটবল তুলতে গিয়ে তলিয়ে গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থানা এলাকার দিয়ারা গ্রামে। মৃত যুবকের বয়স ২০। মধ্যমগ্রাম থানা এলাকার দিয়ারা গ্রামে বিকেলে খেলার মাঠে ফুটবল খেলছিল একদল যুবক। খেলতে খেলতে ফুটবল খালে পড়ে যায়। সেই ফুটবল তুলতে গিয়ে তলিয়ে যায় সেই যুবক। কয়েকজন বন্ধু চেষ্টা করেও বাঁচাতে পারে না যুবকটিকে। খবর পেয়ে ঘটনাস্থলে রাজারহাট এবং মধ্যমগ্রাম থানার পুলিশ যায়। প্রায় ১৭ ঘণ্টা পর মৃতদেহ উদ্ধার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। শোকের ছায়া মধ্যমগ্রামে।

Related Video