রাজ্যে ফের কঠোর নিয়ন্ত্রণ বিধি, দিঘায় কড়াকড়ি প্রশাসনের

করোনা নিয়ে ফের কড়াকড়ি রাজ্যে। সোমবার থেকেই ফের নাইট কার্ফু রাজ্যে। পরিবহন ক্ষেত্রেও বিশেষ কড়াকড়ি। পর্যটনকেন্দ্রগুলিতেও কড়াকড়ি, তৎপর প্রশাসন। দিঘায় দেখা গেল এমনই ছবি।
 

/ Updated: Jan 03 2022, 07:25 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা নিয়ে ফের কড়াকড়ি রাজ্যে। রবিবারেরই নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয় ফের কড়াকড়ির পথে যেতে চলেছে রাজ্য। করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত। সোমবার থেকেই ফের নাইট কার্ফু রাজ্যে। পরিবহন ক্ষেত্রেও বিশেষ কড়াকড়ি। পর্যটনকেন্দ্রগুলিতেও কড়াকড়ি, তৎপর প্রশাসন। দিঘায় দেখা গেল এমনই ছবি। রাজ্যে আংশিক লকডাউন ঘোষণা হওয়ার পরেই পর্যটনকেন্দ্রগুলিতে নড়েচড়ে বসল প্রশাসন। রবিবার রাত থেকেই বিভিন্ন ঘাটগুলিতে পর্যটকদের সচেতন করা হয়। সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে সমস্ত পর্যটক আটকে রয়েছেন তারা যেন অবিলম্বে বাড়ি চলে যান। সেই সঙ্গে আরও জানানো হয়েছে দিঘাতে এখনও পর্যন্ত কয়েক হাজার পর্যটক আটকে রয়েছেন। রাত্রে তাদের বিশেষ বাসের ব্যবস্থা করা হয়েছিল এবং বাকিরা যাতে সোমবার সকালের মধ্যে ট্রেনে যেতে পারেন এমন ব্যবস্থা করছে প্রশাসন।