টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য বারুইপুরে

টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে মাকে বেধড়ক মারধরের অভিযোগ নুতফর মোল্লা নামে এক ছেলের বিরুদ্ধে। মাকে দাদার হাত থেকে বাঁচাতে গিয়ে ভাইও পার পেলো না।

| Updated : Jan 08 2025, 09:10 PM
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

টাকা পয়সা নিয়ে বিবাদের জেরে মাকে বেধড়ক মারধরের অভিযোগ নুতফর মোল্লা নামে এক ছেলের বিরুদ্ধে। মাকে দাদার হাত থেকে বাঁচাতে গিয়ে ভাইও পার পেলো না। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার বেতবেরিয়া রেল কলোনি এলাকায়। ঘটনায় গুরুতর জখম মা ও ছোটো ছেলে। বর্তমানে তাঁরা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Related Video