Coronavirus‐ কার্যত লকডাউনে সক্রিয় পুলিশ, বিধি ভাঙায় আটক ৭৪

করোনা সংক্রমণ রোধে পুলিশি অভিযান। কার্যত লকডাউনের (Lockdown) প্রথম দিনেই সোনারপুর ও নরেন্দ্রপুর থানার পুলিশ (Police) বৃহস্পতিবার রাজপুর‐সোনারপুর পুর এলাকায় অভিযানে নেমে মোট ৭৪ জনকে গ্রেফতার করে। মাস্ক ছাড়া বাইরে বেড়িয়েছে এমন বেপরোয়া সাধারণ মানুষ ও সরকারি নির্দেশিকা অমান্যকারীদের গ্রেফতার করা হয়। সোনারপুর, রাজপুর, হরিনাভি, গড়িয়া, বোরাল, বালিয়া সহ একাধিক এলাকায় অভিযান চালায় পুলিশ। করোনা (Corona) সচেতনতা মূলক প্রচারের সঙ্গে মাস্ক প্রদান ও কর্মসূচিও নেওয়া হয় এদিন। পুর প্রশাসনের পক্ষ থেকে এদিন এলাকার বড় বড় বাজার গুলি স্যানেটাইজ করা হয়। ইতিমধ্যে পুর এলাকায় মোট ১৯টি ওয়ার্ড কনটেন্টমেন্ট জোন হিসবে ঘোষণা করা হয়েছে।  জনবহুল বেশ কিছু এলাকায় কনটেন্টমেন্ট জোন গুলি মার্কিংও করা হয়েছে সেখানে।

/ Updated: Oct 29 2021, 09:19 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা সংক্রমণ রোধে পুলিশি অভিযান। কার্যত লকডাউনের (Lockdown) প্রথম দিনেই সোনারপুর ও নরেন্দ্রপুর থানার পুলিশ (Police) বৃহস্পতিবার রাজপুর‐সোনারপুর পুর এলাকায় অভিযানে নেমে মোট ৭৪ জনকে গ্রেফতার করে। মাস্ক ছাড়া বাইরে বেড়িয়েছে এমন বেপরোয়া সাধারণ মানুষ ও সরকারি নির্দেশিকা অমান্যকারীদের গ্রেফতার করা হয়। সোনারপুর, রাজপুর, হরিনাভি, গড়িয়া, বোরাল, বালিয়া সহ একাধিক এলাকায় অভিযান চালায় পুলিশ। করোনা (Corona) সচেতনতা মূলক প্রচারের সঙ্গে মাস্ক প্রদান ও কর্মসূচিও নেওয়া হয় এদিন। পুর প্রশাসনের পক্ষ থেকে এদিন এলাকার বড় বড় বাজার গুলি স্যানেটাইজ করা হয়। ইতিমধ্যে পুর এলাকায় মোট ১৯টি ওয়ার্ড কনটেন্টমেন্ট জোন হিসবে ঘোষণা করা হয়েছে।  জনবহুল বেশ কিছু এলাকায় কনটেন্টমেন্ট জোন গুলি মার্কিংও করা হয়েছে সেখানে।