আংশিক লকডাউনে কড়া শাসন, রায়গঞ্জে চলছে পুলিশি নজরদারি

  • রাজ্যে শুরু হয়েছে আংশিক লকডাইন
  • লকডাউন এখনও মানছে না অনেকেই
  • এবার তাদের জন্যই কড়া পদক্ষেপ
  • রায়গঞ্জে তৎপর সেখানকার প্রশাসন 
  • সব দোকানও বন্ধ করে দেয় সেখানকার পুলিশ 

Share this Video

অতিমারি করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা রাজ্যে তা থেকে বাদ যায়নি উত্তর দিনাজপুর জেলাও। সেখানেই রাজ্য সরকারের আংশিক লকডাউন সফল করতে তৎপর রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ শহরের যেসব ব্যাবসায়ীরা আংশিক লকডাউনের নিয়ম ভেঙে দোকান চালাচ্ছিলেন তাদের দোকান বন্ধ করে দেয় পুলিশ। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে মাস্কের ব্যাবহার ও লকডাউনের বিধিনিয়ম প্রচারও করে রায়গঞ্জ থানার পুলিশ। 

Related Video