লোকাল ট্রেন নেই, চরম ভোগান্তিতে স্টাফ স্পেশালেই ভিড় জমাচ্ছেন নিত্য যাত্রীরা

  • লোকাল ট্রেন না থাকায় চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে যাত্রীদের
  • নিত্য যাত্রীরা তাই এখন স্টাফ স্পেশালে ভিড় জমাচ্ছেন
  • স্টাফ স্পেশাল কেবল রেলের কর্মীদের জন্যই চলছে
  • সেই ট্রেনেই ভিড় করছেন নিত্য যাত্রীরা 
/ Updated: May 11 2021, 11:45 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রেলের কর্মীদের জন্য চালছে স্টাফ স্পেশাল লোকাল ট্রেন। তাতেই এখন ভিড় জমাচ্ছেন নিত্য যাত্রীরা। ভিড়ের কারণে সেই ট্রেনেই উঠতেই পারছেন না রেলের কর্মী এমনকি স্বাস্থ্যকর্মীরাও। সব কামরতেই ভিড় করছেন সাধারণ যাত্রীরা। তাদের বক্তব্য কোভিডের এই মহামারীর সময়ে অর্থ বাঁচাতেই তাদের এই রেল সফর। অন্যদিকে রেল কর্মীদের অভিযোগ আরপিএফ এর কোনও নজরদারী নেই। অকারণে এই ট্রেন চালানোর কোনো মানেই হয় না বলে তাদের বক্তব্য। নজরদারির অভাবে ভিড়ে ঠাসাঠাসি হয়েই তাদের অফিসে যেতে হচ্ছে। ফলে কোভিডে আক্রান্ত হওয়ার আতঙ্কে রয়েছেন রেল কর্মীরা। এ বিষয়ে রেল পুলিশের কড়া নজরদারি দাবি করেছেন রেলের কর্মীরা।