Covid restrictions: শিকেয় কোভিড বিধি, পুলিশি ধরপাকড় ক্যানিংয়ে
করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। করোনা রুখতে জেলায় জেলায় তৎপর পুলিশ-প্রশাসন। বাড়ছে করোনা সংক্রমণ, তবুও হুঁশ ফিরছে না মানুষের। অধিকাংশ মানুষের মুখেই দেখা যাচ্ছে না মাস্ক।
করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। করোনা রুখতে জেলায় জেলায় তৎপর পুলিশ-প্রশাসন। বাড়ছে করোনা সংক্রমণ, তবুও হুঁশ ফিরছে না মানুষের। অধিকাংশ মানুষের মুখেই দেখা যাচ্ছে না মাস্ক। মানুষকে সচেতন করতে শুরু হয়েছে পুলিশি ধরপাকড়। এমনই ছবি দেখা গেল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। লাগাতার করোনা সংক্রমণ বেড়েই চলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। সংক্রমণ রুখতে প্রশাসনকে পথে নামতে দেখা গিয়েছে সেখানে। বৃহস্পতিবার মহকুমাশাসক আজহার জিয়া সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা পথে নামেন। বাজারে মাস্ক ছাড়া বেচাকেনা বন্ধের নির্দেশ দিয়েছেন। মাস্ক ছাড়া রাস্তায় বেরোলে গ্রেফতারও করছে পুলিশ। আগামী সোমবার থেকে টানা চারদিন বাজার বন্ধের নির্দেশও দেওয়া হয়েছে। কিন্তু ক্যানিংবাসীর থোড়াই কেয়ার মনোভাব। শুক্রবার সকালেও বাজারে সেই চেনা ছবি। মাস্ক ছাড়াই বেচাকেনা চলছে দিব্যি। ক্রেতা বিক্রেতা বহু মানুষের মুখেই মাস্ক নেই। গত চারদিনে ক্যানিং ১ ব্লকে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়েছে। চার দিয়েই অন্তত চারগুণ বেশি সংক্রমিত হয়েছেন মানুষ। তবুও এই বেপরোয়া মনোভাব কিছুতেই দমন করা যাচ্ছে না, তাই বিশেষ কড়াকড়ি শুরু হয়েছে সেখানে।