কোভিড বিধি শিকেয় তুলে চলছে অবাধ বিচরণ, দেগঙ্গার বাজারে মাস্কহীন মুখের সারি

করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। কনটেইনমেন্ট জোন বাড়ছে হু করে। তার মধ্যেও মানুষের হুশ কোন রকমে ফিরছে না। দেগঙ্গার পাইকারী সবজী বাজারের ছবি সেই কথা বলে। ছবি দেখে শিউরে ওঠার উপক্রম।

/ Updated: Jan 06 2022, 04:58 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। কনটেনমেন্ট জোন-এর সংখ্যাও বাড়ছে হু হু করে। করোনা রুখতে ইতিমধ্যেই রাজ্যে শুরু হয়েছে বিশেষ কড়াকড়ি। এর মধ্যেও মানুষের হুঁশ কোনওরকম ফিরছে না। দেগঙ্গায় দেখা গেল এমনই ছবি। দেগঙ্গার পাইকারী সবজি বাজারে দেখা গেল এমনই ছবি। ছবি দেখে শিউরে ওঠার উপক্রম। ছবিতেই পরিষ্কার এখানে ১০০ শতাংশ মানুষই মাক্স ছাড়া বাজার-ঘাট করছেন। সেখানে পুলিশ আছে, সেই সঙ্গেই সতর্কতামূলক প্রচারও হচ্ছে,  কিন্তু কে শোনে কার কথা। দেগঙ্গা সবজি বাজারে বিক্রেতা ও ক্রেতা কারুর মুখেই দেখা গেল না মাক্স। নেই করোনা বিধি মেনে দূরত্ব বজায় রাখার চেষ্টা। ক্যামেরার সামনে অবশ্য এই বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ সকলেই। বাজার কমিটির সাফাই নিষেধ করা সত্ত্বেও কেউ করোনা বিধি নিষেধ মানছেন না, পুলিশকে দেখে তখনকার মত মাস্ক ব্যবহার করছে। পুলিশ চলে গেলেই আবার যে কে সেই। সচেতনতার অভাবে দ্রুত করোনা সংক্রমণ ছড়িয়েও পড়ছে।