Viral video: কলাপাতার মাস্ক পরে রাস্তায় যুবক, অভিনব ‘মাস্ক’ দেখে বাকরুদ্ধ পুলিশ

কলাপাতার মাস্ক পরে রাস্তায় যুবক। অভিনব ‘মাস্ক’ দেখে বাকরুদ্ধ পুলিশ। গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণ লাগাতার বেড়ে চলেছে। করোনা রুখতে রাজ্যে চলছে কড়াকড়ি। রাস্তায় মাস্ক পরা এখন বাধ্যতামূলক। মাস্ক ছাড়া রাস্তায় বেরলেই আইনি ব্যবস্থাও নিচ্ছে পুলিশ। পুলিশের হাত থেকে বাঁচতে এবার এক অভিনব মাস্ক। কলাপাতা দিয়ে তৈরি মাস্ক দেখে হতবাক পুলিশরাও।
 

/ Updated: Jan 20 2022, 08:48 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত কয়েকদিন ধরে করোনা সংক্রমণ লাগাতার বেড়ে চলেছে। করোনার তৃতীয় ঢেউয়ের হাত থেকে বাঁচতে তাই নতুন করে বিধিনিষেধ কড়া করেছে প্রশাসন। বিভিন্ন এলাকায় এলাকায় বাজার বন্ধ করে যেমন সংক্রমণকে প্রতিহত করার উদ্যোগ নেওয়া হয়েছে, তেমনি রাস্তাঘাটে বেরোলে মাস্ক পড়া বাধ্যতামূলক করা হয়েছে প্রশাসনের তরফে। মাস্ক ছাড়া যারা রাস্তায় বেরচ্ছেন তাঁদের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও নিচ্ছে পুলিশ। তাই পুলিশের হাত থেকে বাঁচতে অভিনব মাস্ক পড়ে রাস্তায় বেরলেন এক যুবক। কলাপাতা দিয়ে তৈরি মাস্ক দেখে হতবাক পুলিশকর্মীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার জীবনতলা বাজার এলাকায়। বৃহস্পতিবার সকালে জীবনতলা থানার পুলিশ বাজার এলাকায় মাস্কহীনদের বিরুদ্ধে অভিযানে নেমেছিলেন। গত কয়েকদিনে এই এলাকায় লাগাতার সংক্রমণ বাড়লেও এলাকার মানুষের মাস্কে অনীহা ছিল। তাই বাধ্য হয়েই জীবনতলা থানার পুলিশকে সাথে নিয়ে স্থানীয় বিধায়ক শওকাত মোল্লা গত মঙ্গলবার বাজার এলাকার মানুষকে সচেতন করেন, তাঁদেরকে মাস্ক বিতরণ করেন। এলাকার সকলেই যাতে রাস্তাঘাটে বেরোলে মাস্ক পড়েন সেকারণে গত তিনদিন ধরে লাগাতার অভিযান শুরু করেছে জীবনতলা থানার পুলিশও। প্রতিদিন ২০-২৫ জনকে মাস্ক না পড়ার অপরাধে গ্রেফতারও করছে পুলিশ। এদিনও পুলিশ জীবনতলা বাজার এলাকায় অভিযান চালাচ্ছিল। ওসি সমরেশ ঘোষ নিজেই ছিলেন অভিযানে। সেই সময় স্থানীয় নয়ের ঘেরি এলাকার নাসিম শেখ সাইকেলে চেপে বাজারে আসছিলেন। কিন্তু মাস্ক পড়ে ঘর থেকে বেরতে ভুলে গিয়েছিলেন। এদিকে রাস্তার আশপাশে মাস্কের দোকানও পাননি। তাই পুলিশের হাত থেকে বাঁচতে রাস্তার পাশে থাকা কলাগাছ থেকে পাতা ছিঁড়ে দড়ি দিয়ে বেঁধে মাস্ক তৈরি করে পড়ে বাজারে আসেন। তাঁর সেই মাস্ক দেখেই কার্যত বাঁকরুদ্ধ হয়ে পড়েন পুলিশ কর্তারা। শেষ পর্যন্ত পুলিশের উদ্যোগে তাঁকে মাস্ক কিনে দেওয়া হয়। ইতিমধ্যেই তাঁর সেই কলাপাতার মাস্কের ছবি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে।