করোনা টিকা নিতে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ, টিকা নিলেই বকেয়া কর-এ মিলবে ছাড়
করোনা টিকা নিলেই বকেয়া করে মিলবে ২৫% ছাড়। পরিবারের সকলে ভ্যাকসিন নিলে মিলবে এই ছাড়। দ্বিতীয় ডোজের সার্টিফিকেট দেখাতে পারলেই মিলবে ছাড়। এমনটাই ঘোষণা করেছে দক্ষিণ দমদম পুরসভা। ১৫-১৮ বছর বয়সীরা অনেকেই করোনা টিকা নিতে ভয় পাচ্ছে। তাদের উৎসাহিত করার জন্যও নেওয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ।
করোনা টিকা নিলেই বকেয়া করে মিলবে ২৫% ছাড়। পরিবারের সকলে ভ্যাকসিন নিলে মিলবে এই ছাড়। দ্বিতীয় ডোজের সার্টিফিকেট দেখাতে পারলেই মিলবে ছাড়। এমনটাই ঘোষণা করেছে দক্ষিণ দমদম পুরসভা। ১৫-১৮ বছর বয়সীরা অনেকেই করোনা টিকা নিতে ভয় পাচ্ছে। তাদের উৎসাহিত করার জন্যও নেওয়া হচ্ছে বিশেষ পদক্ষেপ। ১৫-১৮ বছর বয়সীরা করোনা টিকা নিলেই পাবে খেলার সরঞ্জাম। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বৃহস্পতিবার তারই উদ্বোধন হয়। প্রসঙ্গত, দক্ষিণ দমদম পৌরসভার বাসিন্দারা এবার থেকে করোনার দ্বিতীয় ডোজের সার্টিফিকেট দেখাতে পারলেই মিলবে বকেয়া ট্যাক্সের ২৫% ছাড়। বৃহস্পতিবার এই উদ্যোগের ঘোষণা করে দক্ষিণ দমদম পৌরসভা। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের বা স্কুলছুট ১৫ থেকে ১৮ বছর বয়সীরা দেখা যাচ্ছে ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছে এবং স্কুল যেহেতু বন্ধ সেই কারণে ছেলেমেয়েরা ভ্যাকসিন নিতে আসছে না ঘোষণা হওয়ার পরেও। সেই কারণে তাদের টিকাকরণের উৎসাহ দিতে দক্ষিণ দমদম পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রশাসক মন্ডলীর সদস্য দেবাশীষ বন্দোপাধ্যায় উদ্যোগ নিয়েছেন পড়ুয়ারা ভ্যাকসিন নিলে মিলবে ক্রীড়া সরঞ্জাম এবং সেই উদ্যোগ নেওয়ার পরে দেখা যাচ্ছে প্রায় ৮০ জন একদিনে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে।