মঙ্গলে সেমিফাইনাল যুদ্ধে কোহলিরা, ব্যাট, বল রেখে যজ্ঞ হল বনগাঁয়, দেখুন ভিডিও

  • মঙ্গলবার বিশ্বকাপ সেমি ফাইনালে নামছে ভারত
  • কোহলিদের জয়ের প্রার্থনা করে যজ্ঞ
  • যজ্ঞের আয়োজন করা হয়েছিল বনগাঁয়
     

/ Updated: Jul 08 2019, 09:24 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

স্বপ্নপূরণের জন্য চাই আর মাত্র দুটো জয়। মঙ্গলবার সেমিইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামছে  বিরাট কোহলির ভারত। আর ভারতের জয়ের কামনায় এ দিন রীতিমতো জাঁকজমক করে যজ্ঞের আয়োজন করলেন উত্তর চব্বিশ পরগণার বনগাঁর চাঁপাবেড়িয়া গ্রামের বেলতলা এলাকার  ক্রিকেটপ্রেমীরা। রীতিমতো ব্যাট, বল উইকেট রেখে পুরোহিত ডেকে মন্ত্রপাঠ করে যজ্ঞ হল। যজ্ঞের মূল উদ্যোক্তা ছিলেন মহিলারাই। তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন পাড়ার কচিকাঁচা থেকে শুরু করে সব বয়সের মানুষ। 

যজ্ঞ ঘিরে এ দিন সকাল থেকেই ছিল গোটা এলাকায় ছিল সাজো সাজো আয়োজন। বিরাট কোহলিদের ছবি দিয়ে সাজানো হয়েছে এলাকা, সঙ্গে রয়েছে তেরঙ্গা বেলুন। ঢাক, ঢোল থেকে ভেঁপু, কোনও কিছুরই অভাব ছিল না। এলাকার ক্রিকেট ভক্তদের আশা, রবিবার জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেলবে ভারত। ক্রিকেট দেবতার আশীর্বাদ যাতে রোহিত শর্মা, জশপ্রীত বুমরাদের উপর থেকে সরে না আসে, সেটা নিশ্চিত করতেই কোহলিদের জন্য ভক্তি ভরে পুজো, যজ্ঞের আয়োজন করা হয়েছিল।