কতটা কাজ এগিয়েছে, ইডেন পর্যবেক্ষণ করে গেলেন দাদা

ইডেনে দিন রাতের টেস্টের প্রস্তুতি দেখতে ক্রিকেটের নন্দন কাননে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্রবার আবারও আসবেন জানালেন মহারাজ। 
 

Share this Video

বৃহস্পতিবার থেকে ইন্দোরে শুরু হয়ে গেছে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট। ২২ তারিখ থেকে ইডেনে প্রথম দিন রাতের টেস্ট। কতটা কাজ এগিয়েছে ক্রিকেটের নন্দন কাননে, সেটাই দেখে গেলেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ইডেন ঘুড়ে দেখার পাশাপাশি কর্তাদের একাধিক পরামর্শও দিলেন সৌরভ। শুক্রবারও আসবেন তিনি। জানিয়ে গেলেন সিএবি সচিব অভিষেক ডালমিয়াকে। এদিন ইডেন পর্যবেক্ষণে এসেছিল দমকল বিভাগও। শুক্রবার সকাল দশটা থেকে প্রথম দিন রাতের টেস্টের অফলাইন টিকিট বিক্রি হওয়ার কথা থাকলেও সেটা হচ্ছে না। সিএবি সুত্রে খবর সোমবার থেকে শুরু হতে পারে কাউন্টার সেল।

Related Video