Asianet News Bangla

নিজের রাজত্বেই সংবর্ধিত মহারাজ

Oct 25, 2019, 7:23 PM IST

নিজের রাজত্বেই এবার সংবার্ধিত হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধাবর বোর্ড সভাপতি হিসিবে দায়িত্ব নিয়েছেন। আর শুক্রবাই নিজের রাজত্বেই সংবর্ধিত হলেন মহারাজ। বোর্ড সভাপতি সৌরভকে সংবর্ধনা দিল সিএবি। বাংলার হয়ে ২২ গজে দাপট দেখিয়ে যেমন ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন, তেমনই প্রশাসক সৌরভও সিএবি’র সভাপতি থেকে হলেন বোর্ডের সভাপতি। মহারাজের এই সংবর্ধনা উনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর প্রথম জাতীয় অধিনায়ক আজহার। ছিলেন ভিভিএস লক্ষণও। 

Video Top Stories