চোখ রাঙাচ্ছে দিল্লির দূষণ, কী বলছেন বাংলাদেশ কোচ

 অবস্থা খুব একটা ভাল না হলেও, কেউ মারা যাওয়ার মতও নয়, দিল্লির দূষণ নিয়ে এমনটাই বলছেন বাংলাদেশে কোচ ডমিঙ্গো। শুক্রবারের অনুশীলনেও একাধিক বাংলাদেশে ক্রিকেটেরা মুখে মাস্ক ব্যবহার করলেন। 
 

Share this Video

দিল্লির বায়ু দূষণ ক্রমেই খারাপ অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় ভারতের বিরুদ্ধে টি-২০ ম্যাচ খেলতে পৌছে গেছে বাংলাদশে। বৃহস্পতিবার যেখানে শুধু লিটন দাসের মুখে মাস্ক ছিল সেখানে শুক্রবার একাধিক ক্রিকেটারের মুখে মাস্ক। পরিস্থিতি যে খুব একটা ভাল নয় সেটা রাগ ঢাক না রেখেই বলছেন বাংলাদেশ কোচ ডমিঙ্গো। তবে এই পরিস্থিতিতে কারও মৃত্যু হবে না। তাই মাঠে নামতে তাঁদের কোনও সমস্যা নেই, বলছেন টাইগারদের কোচ। টি-২০ ম্যাচ তিন থেকে সাড়ে তিন ঘন্টায় শেষ হবে। তাই সমস্যা হবে না। দুষণ নিয়ে কোনও ক্রিকেটারও তাঁর কাছে সমস্যার কথা জানাননি। বলছেন ডমিঙ্গো। 

Related Video