ধোনির দলের দুরন্ত জয়, কোহলীর দলকে হারিয়ে ধোনির দল জিতল ৬ উইকেটে

ধোনি (Dhoni) বনাম বিরাটের (Virat Kohli) লড়াই দেখতে মুখিয়ে ছিল সমর্থকরা। শুক্রবারের এই ম্যাচে আবারও ঝড় তুলল ধোনির দল (Chennai Super Kings)। আইপিএল-এর (IPL 2021) দ্বিতীয়ার্ধে টানা দুটি ম্যাচে হার হল বিরাটদের(Royal Challengers Bangalore)। কোহলীর দলকে হারিয়ে ধোনির দল জিতল ৬ উইকেটে। লিগ টেবিলের শীর্ষে জায়গা করে নিল ধোনির দল। শুরুটা ভালো করলেও শেষ রক্ষা করতে পারল না বিরাটের দল। ধোনির দলের কাছে এখন আর মাত্র একটি ম্যাচের অপেক্ষা। একটি ম্যাচে জিতলেই শেষ চারে জায়গা করে নেবে ধোনির দল।
 

Share this Video

ধোনি (Dhoni) বনাম বিরাটের (Virat Kohli) লড়াই দেখতে মুখিয়ে ছিল সমর্থকরা। শুক্রবারের এই ম্যাচে আবারও ঝড় তুলল ধোনির দল (Chennai Super Kings)। আইপিএল-এর (IPL 2021) দ্বিতীয়ার্ধে টানা দুটি ম্যাচে হার হল বিরাটদের(Royal Challengers Bangalore)। কোহলীর দলকে হারিয়ে ধোনির দল জিতল ৬ উইকেটে। লিগ টেবিলের শীর্ষে জায়গা করে নিল ধোনির দল। শুরুটা ভালো করলেও শেষ রক্ষা করতে পারল না বিরাটের দল। ধোনির দলের কাছে এখন আর মাত্র একটি ম্যাচের অপেক্ষা। একটি ম্যাচে জিতলেই শেষ চারে জায়গা করে নেবে ধোনির দল।

Related Video