কোথাও আনন্দ কোথাও হতাশা, পিঙ্ক বল টেস্টের আগে ময়দানে মিশ্র অনুভূতি

ইডেনের বাইরে মিশ্র প্রতিক্রিয়া। অনলাইনে যারা টিকিট কেটেছেন তাদের মুখে চওড়া হাসি। হতাশ মুখে কেউ অপেক্ষা করছেন কাউন্টার সেলের।
 

/ Updated: Nov 19 2019, 01:15 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাংলার ক্রিকেট প্রেমীরা এখন দুই ভাগে বিভক্ত। একদল যারা অন লাইটে টিকিট কেটেছেন। অন্য দল যারা এখনও অফ লাইন টিকিটের আশায় ময়দানে উপস্থিত হচ্ছেন। যারা অন লাইনেট টিকিটি কেয়েছেন তারা ইডেনের ১৪ নম্বর গেট থেকে নিজেদের ম্যাচ টিকিট তুলছেন। ঐতিহাসেক ম্যাচে ইডেনে তাদের উপস্থিতি পাকা। তাই মুখে চওড়া হাসি নিয়েই ইডেন চত্ত্বরে পাওয়া যাচ্ছে তাদের। তবে ইডেনে থেকে রেড রোডের ধারে মহমেডান তাঁবুর দিকে গেলেই ছবিটা সম্পুর্ণ বদলে যাচ্ছে।য সেখানে হতাশার ছবি। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রিকেট প্রেমীরা অফ লাইন টিকিটের আশায় উপস্থিত হয়েছেন। কিন্তু অফ লাইন টিকিট বিক্রি নিয়ে কোনও আশার কথা শোনাতে পারছেন না কেউ। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে খালি হাতেই বাড়ি ফেরতে তাদের।