ঋদ্ধিমানকে ভারতীয় দলে ফেরানোর দাবিতে শিলিগুড়িতে বিক্ষোভ
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে বাদ দেওয়া হয়েছে ঋদ্ধিমান সাহাকে। শনিবার বোর্ডের ঘোষণা করা দল থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিমানকে ভারতীয় দলে ফেরানোর দাবিতেই বিক্ষোভ। শিলিগুড়িতে এদিন ইউথ ক্লাবের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।
শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে বাদ দেওয়া হয়েছে ঋদ্ধিমান সাহাকে। শনিবার বোর্ডের ঘোষণা করা দল থেকে বাদ পড়েছেন ঋদ্ধিমান সাহা। ঋদ্ধিমানকে ভারতীয় দলে ফেরানোর দাবিতেই বিক্ষোভ। শিলিগুড়িতে এদিন ইউথ ক্লাবের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। রবিবার ক্লাবে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন ক্লাবের সদস্যরা। ক্লাবের সম্পাদক সঞ্জীব মাইতি বলেন, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। ভারতীয় দল থেকে শিলিগুড়ির ঋদ্ধিমান সাহা বাদ পড়ায় গর্জে উঠল শিলিগুড়ি। তাকে এভাবে বাদ পড়া মেনে নিতে পারেনি শিলিগুড়ির বাসিন্দারা। আর তার প্রতিবাদেই সামিল হলো গেট বাজার ইয়ুথ ক্লাব। রবিবার ক্লাব প্রাঙ্গণে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন ক্লাবের সদস্যরা। অবিলম্বে তাকে দলে ফেরানোর দাবি তোলেন তারা। ক্লাবের সম্পাদক সঞ্জীব মাইতি বলেন, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে তাকে দলে ফেরানো হক। পারফরম্যান্স ভালো-মন্দ হতেই পারে তাই বলে বাদ দেওয়া উচিত নয়।