Asianet News Bangla

ক্রিসমাস আগেই এল রোহিতের, শুরু থেকে শেষ কাটল দুর্দান্ত এক বছর, দেখে নিন একনজরে

Dec 19, 2019, 10:08 PM IST

ক্রিসমাসটা ভারতের ক্রিকেট দলের সহঅধিনায়ক রোহিত শর্মার জীবনে কিছুটা আগেই চলে এল। বুধবার ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজের দ্বিতীয় ম্যাচে তিনি তাঁর ২৮তম শতরানটি পেয়ে গেলেন। আর তার জোরে ভারত শুধু সিরিজে সমতা ফেরালো তাই নয়, ২০১৯ সালে ওয়ানডেতে সর্বাধিক রান সংগ্রহকারী হয়ে গেলেন রোহিত 'হিটম্যান' শর্মা। এই বিষয়ে তিনি ছাড়িয়ে গেলেন তাঁর অধিনায়ককে। তবে শুধু ক্রিসমাস কেন বছরের একেবারে শুরু থেকেই ২০১৯ সালটা দুর্দান্ত কেটেছে রোহিত শর্মার। একনজরে দেখে নেওয়া যাক রোহিত শর্মার ২০১৯ সালের ক্রিকেট সফর।

 

Video Top Stories