অবসর নিলেন মাহি, সচিন থেকে সৌরভ-বিরাট কে কী বললেন

  • অবসর নিয়েছেন এম এস ধোনি
  • এরপর থেকেই শুরু হয়েছে প্রতিক্রিয়ার বন্য়া
  • সচিন থেকে সৌরভ সকলেই ধোনিকে নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন
  • ধোনি যে সর্বকালের সেরাদের মধ্যে একজন সেটাও তাঁরা বলেছেন
     
/ Updated: Aug 18 2020, 10:22 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

কেউ বলছেন মাহির অধিনায়কত্ব নিয়ে কথা। কেউ বলছেন অধিনায়ক হিসাবে এমএস-এর ক্যাপ্টেন কুল-এর তকমা-র কথা। কেউ আবার বলছেন একটা যুগের অবসান। এভাবেই নানা প্রতিক্রিয়া ও বিশেষণে ভরা প্রশংসায় এমএস ধোনি-কে ভরিয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটের বর্তমান সময়ের ক্রিকেটার থেকে শুরু করে প্রাক্তনরা। যাদের দলে একদিকে যেমন রয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, হরভজন সিং-রা, তেমনি অন্যদিকে আছেন সচিন, সৌরভ, শেহওয়াগ-দের মতো সিনিয়ার এবং প্রাক্তন ক্রিকেটাররা। সৌরভের অধিনায়কত্বেই ধোনির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল। সৌরভ যে জহুরির চোখে হিরে চিনতে ভুল করেননি তার প্রমাণ রেখেছেন ধোনি। সকলেই মনে করছেন ধোনি ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরাদের মধ্যে একজন শুধু নয়, সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়কদের মধ্যে শীর্ষস্থানের আশপাশেই হয়তো থাকবেন তিনি। আবার বিরাট কোহলির মতে ক্রিকেট ধোনির মতো খেলোয়াড়কে মিস করবে। তবে, এতকিছুর মধ্যে সুখবর যে ধোনি ক্রিকেট থেকে অবসর নিলেও তা আন্তর্জাতিক ক্রিকেট থেকে, আইপিএল থেকে তিনি অবসর নেননি। এবারও তাঁকে আইপিএল-এ সিএসকে-র হয়ে ব্যাটন সামলাতে দেখা যাবে। তবে, নীল জার্সি নয় আপাতত ধোনি থাকবেন হলুদ জার্সি গায়ে। যা আইপিএল-এ সিএসকে-র জার্সির রঙ।