Asianet News BanglaAsianet News Bangla

আইপিএল -এর দ্বিতীয় পর্বের প্রথম দিনেই থাকছে রুদ্ধশ্বাস ম্যাচ, নজরে আইপিএল -এর সূচি

১৯ সেপ্টেম্বর, রবিবার শুরু হচ্ছে আইপিএল দ্বিতীয় পর্ব। করোনা অতিমারির কারণে গত ৪ মে আইপিএল স্থগিত হয়ে যায়। স্থগিত করে দিতে বাধ্য হন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় পর্বের প্রথম দিনেই থাকছে রুদ্ধশ্বাস এক ম্যাচ। প্রথম দিনে লাড়াইয়ে নামছে মুম্বই বনাম চেন্নাই। দ্বিতীয় দফায় থাকছে মোট ৩১টি ম্যাচ। ৩১ টির মধ্যে ১৩টি ম্যাচ থাকছে দুবাইয়ে। ১৫ অক্টোবর আইপিএল -এর ফাইনালও হবে দুবাইয়ে।

Sep 18, 2021, 7:35 PM IST

১৯ সেপ্টেম্বর, রবিবার শুরু হচ্ছে আইপিএল দ্বিতীয় পর্ব। করোনা অতিমারির কারণে গত ৪ মে আইপিএল স্থগিত হয়ে যায়। স্থগিত করে দিতে বাধ্য হন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। দ্বিতীয় পর্বের প্রথম দিনেই থাকছে রুদ্ধশ্বাস এক ম্যাচ। প্রথম দিনে লাড়াইয়ে নামছে মুম্বই বনাম চেন্নাই। দ্বিতীয় দফায় থাকছে মোট ৩১টি ম্যাচ। ৩১ টির মধ্যে ১৩টি ম্যাচ থাকছে দুবাইয়ে। ১৫ অক্টোবর আইপিএল -এর ফাইনালও হবে দুবাইয়ে।

Video Top Stories