কী ভাবে তৈরি হয় ‘পিঙ্ক বল’, চলুন দেখি সেই ছবি

দিন রাতের টেস্টের জন্য গোলাপি বল তৈরির বরাত পেয়েছিল এসজি। ইডেন টেস্টের আগে ১২০টি বল দেওয়া হয়েছিল অনুশীলনের জন্য। এবার ম্যাচ বল দেওয়ার পালা। একবার দেখে নেওয়া যাক কী ভাবে তৈরি হয় এই পিঙ্ক বল।  
 

/ Updated: Nov 19 2019, 08:21 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গত কয়েকটা দিনের চরম ব্যস্ততার পর এখন একটু স্বস্তি। কিন্তু সামনেই যে পরীক্ষা, তাই শান্তি নেই। মিরঠের ক্রীড়া সরঞ্জাম প্রস্তুত কারক সংস্থা এসজি’র সদর দপ্তর ও কারখানায়.গত কয়েকদিন টানা পরিশ্রম করেছেন কর্মীরা। দেশের মাঠে প্রথম দিন রাতের টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে, এই টেস্টের জন্য গোলাপি বল তৈরির বরাত দেওয়া হয়েছিল এসজিকে। বোর্ডের পক্ষ থেকে ৭২টি ম্যাচ বলের অর্ডার দেওয়া হয়েছে। ইতিমধ্যেই দুই দলের অনুশীলনের জন্য ১২০ টি বল পাঠিয়ে দিয়েছে এসজি। এবার ম্যাচ বল কলকাতায় পাঠিয়ে দেওয়া পালা।  এবারই প্রথম এসজির গোলাপি টেস্ট বল ব্যবহার করা হবে। গত মরসুমে এসজিরে তৈরি করা লাল টেস্ট বল নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছেলন ভারতীয় দলের ক্রিকেটাররা। এবারের মরসুমে যদিও ক্রিকেটারদের অভিযোগের সুযোগ দেয়নি এসজি। লাল বলের মত তাই গোলাপি বলের মানও যাতে ক্রিকেটারদের পছন্দ হয় সেটা মাথায় রাখতে হয়েছে কর্মীদের। এসজির মার্কেটিং ডিরেক্টর পারশ আনন্দের আশা, লেটার মার্কস নিয়ে পাস করবে তাদের তৈরি পিঙ্ক বল।