বিসর্জনের ঢাকের তালে নেচে উঠলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

পাড়ার ঠাকুর বিসর্জনে ঢাকের তালে নেচে উঠলেন বাংলার মহরাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রতিবারের মত এবার আর পাঁচ জন সাধারাণ বাঙালী মতই ঢাকের তালে নেচে উঠলেন প্রাক্তন ভারত অধিনায়ক। 

Share this Video


বর্তমান ভারতীয় ক্রিকেটর রূপকার তিনি। কিন্তু পুজোর সময় আর পাঁচ জন সাধারাণ বাঙালীর মতই থাকতে পছন্দ করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। পাড়ার প্যান্ডেল, অষ্টমীর অঞ্জলী যেমন একটা বড় অংশ, তেমনই আছে বিসর্জনের নাচ। ঢাকের তালে নিজের পাড়ার ঠাকুর বিসর্জনে নেচে উঠলেন সৌরভ। মোবাইল বন্দি করে রাখলেন এবারের পূজোর স্মৃতি। 

Related Video