প্রথম পিঙ্ক বল টেস্টে জয়, চওড়া হাসি নিয়ে ইডেন থেকে বাড়ির পথে সমর্থকরা

মাত্র আড়াই দিনে খেলা শেষ। তৃতীয় দিন যারা মাঠে এসেছিলেন তারা দলের জয় দেখে উচ্ছ্বসিত। মুখে চওড়া হাসি নিয়ে ইডেন থেকে বাড়ির পথে টিম ইন্ডিয়ার সমর্থকরা। একই সঙ্গে ধন্যবাদ দাদাকে। 
 

/ Updated: Nov 24 2019, 05:17 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রবিবার ইডেনে য়ে দর্শকরা উপস্থিত হয়েছিল তারা জানতেন খুব বেশি হলে একঘন্টা খেলা দেখা সুযোগ পাবেন তাঁরা। বাস্তবেও তাই হল। মিনিট ৪৫ সময়ের মধ্যেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে দিয়ে দেশের মাঠে হওয়া প্রথম পিঙ্ক বল টেস্ট জিতে নিল বিরাটের টিম ইন্ডিয়া। ফ্লাড লাইটের আলোয় টেস্ট দেখার যে ইচ্ছেটা ছিল সেটা হল না। কিন্তু চোখের সামনে ইশান্ত-সামি-উমেশদের দাপট দেখে বেজায় খুশি বাংলার ক্রিকেট প্রেমিরা। তাই টিম ইন্ডিয়ার নামে স্লোগান দিতে দিতেই বাড়ির পথ ধরলেন তারা। একই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কেও ধন্যবাদ পিঙ্ক বল টেস্টে আয়োজন করার জন্য। এদিকে ভারতীয় দলের ক্রিকেটাররাও বাংলার ক্রিকেট ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন মাঠে এসে দলকে সমর্থন করার জন্য।