T20 world cup 2021- বিশ্বকাপের আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচে এবার নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup 2021) আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচ। রবিবারের ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ভারত (New zealand vs India)। এই ম্যাচে যে দল জিতবে তারা সেমিফাইনালের দিকে এক ধাপ এগিয়ে যাবে। এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধ হারের পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বিরাটরা। পরিসংখ্যানের বিচারে নিউজিল্যান্ডের থেকে পিছিয়ে বিরাটরা। এই ম্যাচে তাই নিজেদের প্রমাণ করতে চাইবেই ভারত। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বার মুখোমুখি হয়েছে দুই দল। সেই দুই ম্যাচেই জিতেছে নিউজিল্যান্ড। আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড একেবারেই ভালো না তা বলাই যায়। ২০০৩ সাল থেকে মোট ৫টি ম্যাচের মধ্যে ৪টিতে হেরেছে ভারত। ২০০৩ সালে একবারই জয় হয় ভারতের। এই ম্যাচটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের কাছে। পুরনো সব রেকর্ড ভেঙতে পারে কী না ভারত সেটাই এখন দেখার।
 

/ Updated: Oct 30 2021, 09:00 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 world cup 2021) আরও এক গুরুত্বপূর্ণ ম্যাচ। রবিবারের ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড-ভারত (New zealand vs India)। এই ম্যাচে যে দল জিতবে তারা সেমিফাইনালের দিকে এক ধাপ এগিয়ে যাবে। এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধ হারের পর এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বিরাটরা। পরিসংখ্যানের বিচারে নিউজিল্যান্ডের থেকে পিছিয়ে বিরাটরা। এই ম্যাচে তাই নিজেদের প্রমাণ করতে চাইবেই ভারত। এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দু’বার মুখোমুখি হয়েছে দুই দল। সেই দুই ম্যাচেই জিতেছে নিউজিল্যান্ড। আইসিসি টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের রেকর্ড একেবারেই ভালো না তা বলাই যায়। ২০০৩ সাল থেকে মোট ৫টি ম্যাচের মধ্যে ৪টিতে হেরেছে ভারত। ২০০৩ সালে একবারই জয় হয় ভারতের। এই ম্যাচটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ভারতের কাছে। পুরনো সব রেকর্ড ভেঙতে পারে কী না ভারত সেটাই এখন দেখার।