Asianet News BanglaAsianet News Bangla

শহরে পা রাখলেন বিরাটরা, ক্রিকেট জ্বরে কাঁপছে কলকাতা, দেখুন ভিডিও

Nov 19, 2019, 11:01 AM IST

আগামী শুক্রবার ইডেনের মাঠে ভারতীয় দলের দিন-রাতের প্রথম টেস্ট। গোলাপি বলে খেলা হবে ম্যাচ। শহর জুড়ে এখন কেবল ক্রিকেট জ্বর। বহুদিন পর টেস্ট ম্যাচের জন্য ইডেন চত্বরে দেখা যাচ্ছে হাহাকার। ঐতিহাসির মুহুর্তের সাক্ষী থাকতে চাইছেন ক্রিকেট পাগল মহানগরবাসী। এর মধ্যেই  ম্যাচ খেলতে মঙ্গলবার সকালে কলকাতায় চলে এলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সহ-অধিনয়াক অজিঙ্কা রাহানেও এদিন পা রাখেন তিলোত্তমার মাটিতে।

Video Top Stories