পিঙ্ক বল টেস্টের উন্মাদনা বিরাটের মধ্যেও, কী বললেন ভারত অধিনায়ক

প্রথম পিঙ্ক বল টেস্ট খেলতে নামার আগে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি নিজের ভাবনা শেয়ার করলেন সংবাদমাধ্যমের সঙ্গে। একই সঙ্গে ইডেন নিয়ে উন্মাদনার কথাও বললেন বিরাট।

/ Updated: Nov 21 2019, 12:36 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আর কিছু সময়ের অপেক্ষা। তারপরই ভারতীয় ক্রিকেট লিখতে চলেছে নতুন ইতিহাস। ইডেনে দেশের প্রথম দিন রাতের টেস্ট নিয়ে উন্মাদন চরমে। সেই উন্মাদনা এবং পিঙ্ক বল টেস্ট নিয়ে নিজের ভাবনা শেয়ার করলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। বিরাটের মতে গোলাপি বলের প্রথম টেস্ট দেশের মাঠেই খেলতে চেয়েছিলেন তারা। এবার মাঠে নামার জন্য যে সম্পুর্ণ তৈরি তাঁর দল সেটা মানছেন না। তবে একটা কথা পরিষ্কার করে দিচ্ছেন, শুরুটা করতেই হত। সেই মত করেই মাঠে নামছেন তারা। একই সঙ্গে জানাচ্ছেন সব গোলাপি বলে সব থেকে কঠিন ফিল্ডিং করা। প্রায় ৬০ থেকে ৬৫ হাজার লোক উপস্থিত থাকতে চলেছেন ইডেনে। থাকছে একাধিক অনুষ্ঠান। এবারের ইডেন দেখে বিরাটের মনে পরে যাচ্ছে টি-২০ বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচের কথা। তবে এই উন্মাদনার মাঝেও বিরাট একটা কথা মনে করিয়ে দিতে চান, টেস্ট ক্রিকেটের উন্মাদনা ফিরিয়ে আনার জন্য যেন পিঙ্ক বল টেস্ট একমাত্র উপায় না হয়ে দাঁড়ায়।