Durga Puja 2022 : নতুন জামা, পেনসিল হিল, পুজোয় বেড়াতে যাওয়া, জাঙ্ক ফুড খাওয়া' - ঋতুপর্ণা

এবারের পুজোর আড্ডায় মুখোমুখি ঋতুপর্ণা। 'ছোট বেলার পুজো একটা 'হিড়িক'। নতুন জামা, পেনসিল হিল, পুজোয় বেড়াতে যাওয়া, জাঙ্ক ফুড খাওয়া' - ঋতুপর্ণা। 'বিকেলে এই বন্ধু, দুপুরে অন্য বন্ধুদের সাথে বেরতাম'। 'পালা করে ড্রেস চেঞ্জ করতাম'। 'মা'র কাছে পুজোয় খুব বায়না করতাম'। 'ছোট বেলার স্মৃতিগুলো বার বার ফিরে আসে'। 'আমার মেয়ে সিঙ্গাপুরে পড়াশুনা করে'। 'আমার মেয়ে পুজো খুব ভালবাসে'। 'পুজোর সময় ও কলকাতায় থাকতে চায়, আনন্দ করতে চায়'। 

| Sep 28 2022, 03:22 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এবারের পুজোর আড্ডায় মুখোমুখি ঋতুপর্ণা। 'ছোট বেলার পুজো একটা 'হিড়িক'। নতুন জামা, পেনসিল হিল, পুজোয় বেড়াতে যাওয়া, জাঙ্ক ফুড খাওয়া' - ঋতুপর্ণা। 'বিকেলে এই বন্ধু, দুপুরে অন্য বন্ধুদের সাথে বেরতাম'। 'পালা করে ড্রেস চেঞ্জ করতাম'। 'মা'র কাছে পুজোয় খুব বায়না করতাম'। 'ছোট বেলার স্মৃতিগুলো বার বার ফিরে আসে'। 'আমার মেয়ে সিঙ্গাপুরে পড়াশুনা করে'। 'আমার মেয়ে পুজো খুব ভালবাসে'। 'পুজোর সময় ও কলকাতায় থাকতে চায়, আনন্দ করতে চায়'।