Durga Puja 2022 : অসুরবিহীন দুহাত বিশিষ্ট এই দুর্গা প্রতিমার পুজো আজও করে আসছেন দাঁ পরিবার

বনগাঁর প্রাচীন পুজো গুলির মধ্যে অন্যতম দাঁ বাড়ির পুজো। এই পূজোর সঙ্গেই জড়িয়ে রয়েছে প্রাচীন ইতিহাস। প্রায় ৩০০ বছর আগে ধনপতি সওদাগরের বংশধর এই দাঁ পরিবার স্বপ্নে পাওয়া দেবী মূর্তির আদলে মূর্তি বানিয়ে বৈঁচিতে প্রথম শুরু করেছিলেন কমলেকামিনী দুর্গার পুজো।

/ Updated: Sep 12 2022, 12:46 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ধনপতি সওদাগর বাণিজ্য করতে যাওয়ার পথে প্রবল ঝড় বৃষ্টি চলাকালীন সমুদ্রের মধ্যে এক দেবীর দর্শন পেয়েছিলেন।  রাজা শালিবান সেই গল্প শুনে, দেবী দর্শন করতে চেয়েছিলেন। এরপর, রাজা ধনপতি সওদাগর কে নিয়ে সমুদ্রে গেলেও, দেবীকে দর্শন করতে না পেয়ে তাকে বন্দী করে রাখেন। পরবর্তিতে, শ্রীমন্ত বড় হয়ে বাবার খোঁজে সেই রাজার কাছে যান। সমুদ্রপথে যাওয়ার সময় শ্রীমন্তও দেবীর দর্শন লাভ করেন। রাজাকে সেই দেবীর রূপ দেখাতে না পারায়, ক্ষুব্ধ রাজা শ্রীমন্তকে মাঝ সমুদ্রে ফেলে দেন। শ্রীমন্তকে সমুদ্র থেকে উদ্ধার করেন কমলেকামিনী দেবী দুর্গা। মঙ্গলচণ্ডীর সেই কাহিনী থেকেই স্বপ্নাদেশ পেয়ে এই বংশের সদস্যরা অসুরবিহীন দুহাত বিশিষ্ট এই দুর্গা প্রতিমার পুজো করে আসছেন। দেবীর রূপ এখানে, একহাতে ধরা শ্রীমন্ত ও অন্য হাতে পদ্ম নিয়ে অভয়দায়নি মা। 

Read more Articles on