দ্রবমূলের বাজারে ধুঁকছে দুর্গা প্রতিমার ডাকের শিল্প, সংকটে শিল্পীরা

প্রতিবছরই রাজ্যের গন্ডি ছাড়িয়ে বিদেশে পাড়ি দেয় মায়ের ডাকের গহনা। এই ডাকের সাজের গহনা তৈরিতে সুনাম রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের ঝুরিয়া গ্রামের |  দ্রবমূলের বাজারে ঝিমিয়ে রয়েছে এই শিল্প। কোন মতে সংকটে চলছে কাজ। 

/ Updated: Sep 12 2022, 11:29 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রতিবছরই রাজ্যের গন্ডি ছাড়িয়ে বিদেশে পাড়ি দেয় মায়ের ডাকের গহনা | এই ডাকের সাজের গহনা তৈরিতে সুনাম রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের ঝুরিয়া গ্রামের | পূজোর তোড়জোড় শুরু হয়ে গেলেও দ্রবমূলের বাজারে ঝিমিয়ে রয়েছে এই শিল্প | দ্রব্যমূল্যের বাজারে প্রবল অনটনে ডাকের সাজের শিল্পের সঙ্গে জড়িত কারিগররা | তবু অভাব কে সঙ্গি করে মায়ের গহনা তৈরি করে চলেছেন ওরা | ওদের একটাই আবেদন সরকার মুখ তুলে তাকাক | 
 

Read more Articles on