এক নজরে কলকাতার সেরা ১০ পুজো
করোনা আবহে করোনা বিধি মেনেই পুজো হয়েছে কলকাতায়। তবে কলকাতার বেশ কিছু পুজোয় ছিল আকর্ষণীয় মন্ডপ। নজরে উত্তর কলকাতা থেকে দক্ষিণের কিছু বড় বড় পুজো। 'বিড়লা মন্দিরের' আদলে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের মণ্ডপ। বেহালা আদর্শ পল্লীর এবারের থিম 'আনন্দ ধারা'। রামচন্দ্রপুর মিলন সঙ্ঘের পুজোর এবারের থিম 'মীনাক্ষী মন্দির'। সাবেকিআনাই ছিল দেশপ্রিয় পার্কের এবারের মূল আকর্ষণ। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম 'বুর্জ খলিফা'। এসবি পার্ক‐এর এবারের থিম 'কারুসেবা'। মুদিয়ালী ক্লাবের এবারের ভাবনা 'পুজোর জন্য পুজো'। আদি বালিগঞ্জ সার্বজনীন‐এর মূল আকর্ষণ ছিল সেখানকার মাতৃ মূর্তি। হাতিবাগান সর্বজনীনের এবারের থিম সাতের দশকের হাতিবাগান। ত্রিধারা সম্মিলনীর এবারের থিম 'একুশে' উৎসব নয়, শুধুই পুজো।
করোনা আবহে করোনা বিধি মেনেই পুজো হয়েছে কলকাতায়। তবে কলকাতার বেশ কিছু পুজোয় ছিল আকর্ষণীয় মন্ডপ। নজরে উত্তর কলকাতা থেকে দক্ষিণের কিছু বড় বড় পুজো। 'বিড়লা মন্দিরের' আদলে সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের মণ্ডপ। বেহালা আদর্শ পল্লীর এবারের থিম 'আনন্দ ধারা'। রামচন্দ্রপুর মিলন সঙ্ঘের পুজোর এবারের থিম 'মীনাক্ষী মন্দির'। সাবেকিআনাই ছিল দেশপ্রিয় পার্কের এবারের মূল আকর্ষণ। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এবারের থিম 'বুর্জ খলিফা'। এসবি পার্ক‐এর এবারের থিম 'কারুসেবা'। মুদিয়ালী ক্লাবের এবারের ভাবনা 'পুজোর জন্য পুজো'। আদি বালিগঞ্জ সার্বজনীন‐এর মূল আকর্ষণ ছিল সেখানকার মাতৃ মূর্তি। হাতিবাগান সর্বজনীনের এবারের থিম সাতের দশকের হাতিবাগান। ত্রিধারা সম্মিলনীর এবারের থিম 'একুশে' উৎসব নয়, শুধুই পুজো।