বসিরহাট টাকি পুবের রাজবাড়িতে কচুর শাক আর পান্তা ভাত খেয়ে ২৪ জন বেয়ারার কাঁধে করে ভাসানের ঘাটে যান মা দুর্গা
বসিরহাট টাকি পুবের রাজবাড়ির পুজো প্রায় ৩০০ বছরের। এখানকার মায়ের ভাসানের রয়েছে বিশেষত্ব। মা এখানে ২৪ বেয়ারার কাঁধে চেপেই কৈলসের উদ্দেশে রওনা দেন। দশমীর দিন এখানে মা‐কে কচুর শাক আর পান্তা ভাত ভোগ দেওয়া হয়। কচুর শাক, পান্তা ভাত ছাড়াও থাকে আরও নানান ভোগ। শোভাযাত্রার মধ্য দিয়ে ইছামতি নদীতে নিয়ে গিয়ে মায়ের বিসর্জন হয়। রাজবাড়ির মায়ের ভাসানের পরই এখানে অন্যসব ঠাকুর ভাসান হয়।
বসিরহাট টাকি পুবের রাজবাড়ির পুজো প্রায় ৩০০ বছরের। এখানকার মায়ের ভাসানের রয়েছে বিশেষত্ব। মা এখানে ২৪ বেয়ারার কাঁধে চেপেই কৈলসের উদ্দেশে রওনা দেন। দশমীর দিন এখানে মা‐কে কচুর শাক আর পান্তা ভাত ভোগ দেওয়া হয়। কচুর শাক, পান্তা ভাত ছাড়াও থাকে আরও নানান ভোগ। শোভাযাত্রার মধ্য দিয়ে ইছামতি নদীতে নিয়ে গিয়ে মায়ের বিসর্জন হয়। রাজবাড়ির মায়ের ভাসানের পরই এখানে অন্যসব ঠাকুর ভাসান হয়।