Asianet News BanglaAsianet News Bangla

খোলামেলা আড্ডায় মুখোমুখি সমুজ্জ্বল‐রোজা

Oct 13, 2021, 8:45 PM IST

পুজো নিয়ে খোলামেলা আড্ডায় মুখোমুখি সমুজ্জ্বল‐রোজা। নতুন ধারাবাহিক 'রোজা'‐র গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাচ্ছে দু'জনকে। খেতে খেতেই আড্ডা দিলেন দুই তারকা। বিশেষ কারণে আমিষ খেলেন না রোজা অর্থাৎ পিয়া। তাঁকে দেখিয়ে দেখিয়েই খাবার সাবার করলেন সমুজ্জ্বল অর্থাৎ অর্ণব। পুজো নিয়ে নানান গল্পও শোনালেন দু'জনেই। পুজো নিয়ে তাদের রয়েছে নানান স্মৃতি, সেই গল্পই শোনালেন তাঁরা।