Asianet News BanglaAsianet News Bangla

এক নজরে জেলার কিছু বড় পুজো

Oct 15, 2021, 4:46 PM IST

করোনা আবহে গত বছরের পর এবছরও করোনা বিধি মেনেই জেলায় জেলায় পুজো হয়েছে। বাঁকুড়ার পুয়াবাগান সার্বজনীন পুজো মন্ডপ। মন্ডপের মধ্যে দিয়ে সেখানে ফুটে উঠেছে টোকিও অলিম্পিক্স। হরিশ্চন্দ্রপুরের পুজো মণ্ডপের মধ্যে দিয়ে উঠে এসেছে 'খেলা হবে'। বারুইপুর ভাইভাই সংঘের এবারের থিম 'নাগাল্যান্ড'। আলমগঞ্জ বারোয়ারির এবারের থিম 'আঁধারে আলো'। বারুইপুরের দুধনই সার্বজনীন থিম 'খোলা মেলা রঙের খেলা'।

Video Top Stories