বৃষ্টি মাথায় করে চলল পুজোর ভাসান

দেখতে পুজো শেষ, উমাকে বিদায় জানাতে ঘাটে ঘাটে ভিড়। কলকাতার (Kolkata Ganges ghat) ঘাটে ঘাটে ভাসানের ভিড় দেখা গেল। শুক্রবার সকাল থেকেই ভাসানের প্রস্তুতি শুরু হয়ে যায়। সকাল থেকেই সিঁদুর খেলা (Sindur Khela) শেষে কলকাতার ঘাটে ভাসন শুরু হয়ে যায়। তার মধ্যেই নিম্নচাপের বৃষ্টি শুরু হয়। বৃষ্টি মাথায় করেই বাবুঘাটে চলে পুজোর ভাসান। করোনা বিধি মেনেই এবার পুজোর ভাসান।

/ Updated: Oct 16 2021, 12:05 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

দেখতে পুজো শেষ, উমাকে বিদায় জানাতে ঘাটে ঘাটে ভিড়। কলকাতার (Kolkata Ganges ghat) ঘাটে ঘাটে ভাসানের ভিড় দেখা গেল। শুক্রবার সকাল থেকেই ভাসানের প্রস্তুতি শুরু হয়ে যায়। সকাল থেকেই সিঁদুর খেলা (Sindur Khela) শেষে কলকাতার ঘাটে ভাসন শুরু হয়ে যায়। তার মধ্যেই নিম্নচাপের বৃষ্টি শুরু হয়। বৃষ্টি মাথায় করেই বাবুঘাটে চলে পুজোর ভাসান। করোনা বিধি মেনেই এবার পুজোর ভাসান।