প্রথা মেনেই শোভাবাজার রাজবাড়িতে উমার বিদায় পর্ব

প্রথা মেনেই শোভাবাজার রাজবাড়িতে উমার বিদায় পর্ব। শোভাবাজার রাজবাড়িতে ১০৩ বছর ধরে চলে আসছে এই একই নিয়ম। বেলা ১২ টা ৫০ মিনিট নাগাদ শুরু হয় প্রস্তুতি। ঠাকুর দালান থেকে মা‐কে বের করে আনা হয়। এখানে দরজার বাইরে থেকে নীলকন্ঠ পাখি ওড়ানো হয়। আরও একটি নীলকন্ঠ পাখি ওড়ানো হয় ভাসানের সময়। এবছরও তার অন্যথা হল না সেখানে। দুটি নৌকার মাঝে মা দুর্গাকে রেখে এখানে মায়ের ভাসান হয়।
 

/ Updated: Oct 15 2021, 07:24 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রথা মেনেই শোভাবাজার রাজবাড়িতে উমার বিদায় পর্ব। শোভাবাজার রাজবাড়িতে ১০৩ বছর ধরে চলে আসছে এই একই নিয়ম। বেলা ১২ টা ৫০ মিনিট নাগাদ শুরু হয় প্রস্তুতি। ঠাকুর দালান থেকে মা‐কে বের করে আনা হয়। এখানে দরজার বাইরে থেকে নীলকন্ঠ পাখি ওড়ানো হয়। আরও একটি নীলকন্ঠ পাখি ওড়ানো হয় ভাসানের সময়। এবছরও তার অন্যথা হল না সেখানে। দুটি নৌকার মাঝে মা দুর্গাকে রেখে এখানে মায়ের ভাসান হয়।