Durga Puja 2022 : ৯০ তম বর্ষে পদার্পণ নলিন সরকার স্ট্রীটের পুজো, এ বছরের ভাবনা 'গর্ভধারিণী'

৯০ তম বর্ষে পদার্পণ করল নলিন সরকার স্ট্রীটের পুজো | তাদের এ বছরের ভাবনা  'গর্ভধারিণী' | 'গর্ভধারিণী'- এই ভাবনার সৃজনে মানস রায়

| Oct 04 2022, 05:31 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

গর্ভধারিণী'- এই শব্দটা শুনলেই সবার আগে যেই মুখটা চোখের সামনে ভেসে ওঠে তা হল মায়ের মুখ। এই দুনিয়াতে মা ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা আর কেই বা দিতে পারে বলুন। কোনও স্বার্থ ছাড়া এই সংসারে আপনার পাশে ছায়ার মত পড়ে থাকতে পারে সে। ছো়ট্ট এই 'মা' শব্দটার জোড় এতটাই। এই কারণেই বোধহয় আমাদের কষ্ট না বলতেই সে বুঝে যায়। আর তাই যে কোনও কষ্টে দুঃখে ক্লান্তে আমারাও সহজাত ভাবেই মা-কে ডেকে ফেলি। এই ভাবনা নিয়েই এই বছরের দুর্গাপুজোর নলিন সরকার স্ট্রীটের ভাবনা 'গর্ভধারিণী' | এই বছর 'গর্ভধারিণী'- এই ভাবনার সৃজনে মানস রায়

Read more Articles on