Durga Puja 2022 : সিকদার বাগান সাধারন দুর্গোৎসবের ভাবনা 'দেখা', পদার্পণ করল ১১০ বছরে

উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো সিকদার বাগান সাধারন দুর্গোৎসবের পুজো | এবছর ১১০ বছরে পদার্পণ করল সিকদার বাগান সাধারন দুর্গোৎসবের পুজো

| Oct 05 2022, 09:56 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

উত্তর কলকাতার অন্যতম সেরা পুজো সিকদার বাগান সাধারন দুর্গোৎসবের পুজো | এবছর ১১০ বছরে পদার্পণ করল সিকদার বাগান সাধারন দুর্গোৎসবের পুজো | এবার সিকদার বাগান সাধারন দুর্গোৎসবের ভাবনা 'দেখা' | সিকদার বাগান পুজো কমিটির মতে, "আমরা কত কিছু দেখি। তবে সত্যিই কি আমরা দেখতে পাই ? নাকি আমাদের যতটুকু দেখার অভ্যাস করানো হয়, আমরা ঠিক ততটুকু দেখেই গোটা একটা জীবন কাটিয়ে দেই।  সুন্দর বললেই ফুল দেখতে পাই। ভয় বললে অন্ধকার দেখি। সকাল দেখি টাইগার হিলের সানরাইজ আর বিকেল বলতে দেখি দীঘার সৈকতে সমুদ্রের ঢেউ। আলো দেখি শপিংমলে। অন্ধকার দেখি শ্মশানে অথবা বাঁশ বাগানে। এতকিছু দেখার পরেও স্বাদ মেটে না । কারণ আমরা যা দেখি তা কখনোই দেখতে পারিনা। যেমন দশভূজা দেখি দশ দিক দেখতে পাই না। পাথরের প্রতিমা দেখি কিন্তু পাথরে প্রতিমা দেখতে পাই না। দর্পণে প্রতিফলন দেখি, প্রতিসরণ দেখতে পাই না। জীব দেখি জীবন দেখতে পাই না।"

Read more Articles on
null