Durga Puja Carnival : দু'বছর পর আবারও দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভ্যাল, অংশ নিয়েছিল ৯৪টি পুজো কমিটি

দু'বছরের অতিমারির প্রকোপ কাটিয়ে অবশেষে এই বছর ফের হল দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভ্যাল, কার্নিভ্যাল শুরুর নির্ধারিত সময় ছিল বিকাল সাড়ে চারটে কিন্তু তার আগেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই কার্নিভ্যাল অংশ নিয়েছিল ৯৪টি পুজো কমিটি |

Share this Video

দু'বছরের অতিমারির প্রকোপ কাটিয়ে অবশেষে এই বছর ফের হল দুর্গাপুজোর বর্ণাঢ্য কার্নিভ্যাল, কার্নিভ্যাল শুরুর নির্ধারিত সময় ছিল বিকাল সাড়ে চারটে কিন্তু তার আগেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই কার্নিভ্যাল অংশ নিয়েছিল ৯৪টি পুজো কমিটি, প্রত্যেক পুজো কমিটির জন্য বরাদ্দ করা ছিল ৪ মিনিট করে । অনুষ্ঠান শুরু হয় কলকাতা পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্টবাজি দিয়ে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গানে নৃত্য পরিবেশনা করা হয় । ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের ছাত্র ছাত্রীরা এদিন নৃত্য পরিবেশন করেন । 

Related Video