মায়ের স্বপ্নাদেশ পাওয়া পুজো আজ ২৭০ বছরে পদার্পণ, ঘটে শুরু পুজো আজ মৃন্ময়ীতে রূপান্তরিত

বসিরহাট মহকুমার বুক চিরে চলে গিয়েছে ইছামতি নদী, আর এই নদীর পাড়ে ইটিন্ডা শিবতলায় দে বাড়ির দুর্গাপূজা ২৭০ বছরে পদার্পণ করলো। এই বাড়ির পূর্বপুরুষ নরহরি পোদ্দার মায়ের স্বপ্নাদেশ পেয়ে প্রথমে ঘটেই এই দুর্গাপূজার পত্তন করেন । পরবর্তীতে এই ঘট পূজা থেকে মায়ের পূর্ণ মৃম্ময়ী রূপ পূজিত হয় দে বাড়িতে

/ Updated: Sep 26 2022, 08:34 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বসিরহাট মহকুমার বুক চিরে চলে গিয়েছে ইছামতি নদী, আর এই নদীর পাড়ে ইটিন্ডা শিবতলায় দে বাড়ির দুর্গাপূজা ২৭০ বছরে পদার্পণ করলো। এই বাড়ির পূর্বপুরুষ নরহরি পোদ্দার মায়ের স্বপ্নাদেশ পেয়ে প্রথমে ঘটেই এই দুর্গাপূজার পত্তন করেন । পরবর্তীতে এই ঘট পূজা থেকে মায়ের পূর্ণ মৃম্ময়ী রূপ পূজিত হয় দে বাড়িতে, এছাড়াও পূজোর সময় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে  সম্প্রীতির অনন্য নজির চোখে পড়ে, পুরনো রীতি মেনে এখনও বলি প্রথা চলছে এই দে বাড়িতে । আখ চাল কুমড়ো ইত্যাদির বলি দেওয়া হয়ে থাকে | 

Read more Articles on