Durga Puja 2022 : বন্দুক থেকে গুলি ছুড়ে শুরু হল জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন

দশমী মানেই বিষাদের বার্তা। মায়ের কৈলাসে ফিরে যাওয়ার সময়। সিঁদুর খেলার পর মাকে বিদায় দেওয়ার পালা। ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। বন্দুক থেকে গুলি ছুড়ে , শুরু হলো জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন। প্রথা মেনেই বুধবারে বিসর্জন। ৫১৩ বছরের প্রাচীন পুজো এটি। সেলফি, সিঁদুর খেলা, মিষ্টি মুখে মাকে বিদায়। 

Share this Video

দশমী মানেই বিষাদের বার্তা। মায়ের কৈলাসে ফিরে যাওয়ার সময়। সিঁদুর খেলার পর মাকে বিদায় দেওয়ার পালা। ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন। বন্দুক থেকে গুলি ছুড়ে , শুরু হলো জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়ির প্রতিমা নিরঞ্জন। প্রথা মেনেই বুধবারে বিসর্জন। ৫১৩ বছরের প্রাচীন পুজো এটি। সেলফি, সিঁদুর খেলা, মিষ্টি মুখে মাকে বিদায়। 

Related Video